ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মুর্শিদাবাদ জেলায় শনাক্ত হওয়া ওমিক্রন আক্রান্তের বয়স ৭ বছর। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এখবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, আক্রান্ত শিশুটি সম্প্রতি হায়দরাবাদ হয়ে আবুধাবি থেকে পশ্চিমবঙ্গে ফিরেছে।
মুর্শিদাবাদ জেলার একটি স্থানীয় হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।
এর আগে মঙ্গলবার দিল্লি ও রাজস্থানে ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ওই দিন পর্যন্ত দেশটিতে মোট ৪৯ জন ওমিক্রন শনাক্ত রোগী শনাক্ত হয়েছে।
বুধবার ভারতে ৬ হাজার ৯৮৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এতে করে মোট মৃত্যু হলো ৪ লাখ ৭৬ হাজার ১৩৫ জনের।
সূত্র:বাংলা ট্রিবিউন