গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নুর আজম মণ্ডল নিরব টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে (হ্যাটট্রিক) জয়ের আশা করেছেন এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ফরিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আশা করেন তিনি। এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক। ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশের শুরুতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি আরও বলেন, নুর আজম মণ্ডল নিরব টানা দুইবার নৌকা প্রতিকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন। এবারও তাকে চেয়ারম্যান নির্বাচিত করতে জনসাধারণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। একই সাথে তিনি আগামিতে ফরিদপুর ইউনিয়নের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আজম মণ্ডল নিরব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ (অব) মো. জাকারিয়া খন্দকার, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এশরাফুল কবীর আরিফ।
এছাড়া বক্তব্য রাখেন, রসুলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, ফরিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদসহ আরও অনেকে। কর্মী সমাবেশের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও সাদুল্লাপুর শিল্পকলা একাডেমির সহ-সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল।
কর্মী সমাবেশে ফরিদপুর ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়। কর্মী সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পিরা।
ভিডিও লিংক,https://youtu.be/FR_Kxd8Ef3E
বিডি গাইবান্ধা ডট নিউজ / সম্পাদক