আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সফলভাবে দায়িত্ব পালনকারী ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা আবারও মেম্বর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক হায়দার আলী, সুরুজ্জামান মিয়া, শফিউল ইসলাম, গোলাম মোস্তফা, রানু মোল্লা, নিবারণ চন্দ্র, আব্দুল জলিল, নয়ন মিয়া সহ অনেকে।
পরে জিহাদুর রহমান মওলা উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ২০১৬ সালে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর জনগণের সেবক হয়ে তাদের পাশে থেকে সেবা করেছি। মানুষের দুঃখ-দুর্দশা লাগবে জনগণকে সাথে নিয়ে কাজ করেছি এবং ৭নং ওয়ার্ডকে একটি মডেল হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। এলাকার লোকজনের অনুরোধে আবারো আমি প্রার্থী হয়েছি। আমি আশা করছি, আগামী ৫ জানুয়ারির নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হলে জনগণ আবারো আমাকে নির্বাচিত করবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের সমর্থন আমার পক্ষেই থাকবে ইনশাল্লাহ।