নারীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটকের অভিযোগে গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সেলিম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কার হওয়া নেতার নাম আব্দুর রাজ্জাক। তিনি গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। তার বাড়ি কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা গ্রামে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মোঃ আব্দুর রাজ্জাক এর নৈতিক স্থলন জনিত কারণে তাহাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে তাহাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।
স্থানীয়রা জানায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আকন্দপাড়া গ্রামে এক নারীর সঙ্গে পূর্ব পরিচিত ছিল রাজ্জাকের। প্রায়ই তিনি ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। শনিবার রাত ১০টার দিকে নারীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ অবস্থায় আটকের পর পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গাইবান্ধা সদর থানার উপ পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বলেন, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় রাজ্জাককে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে রাজ্জাককে কারাগারে পাঠানো হয়।’