বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ধাপেরহাট ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন ২৬ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় ধাপেরহাটে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ্যাডভোকেট আমিনুর রহমান ফকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোস্তাফিজার রহমান আলামিন, সাদুল্লাপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম আপেল, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, ধাপেরহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আঃ কুদ্দুস আকন্দ, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি আঃ জলিল প্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবনেতা টারজান, স্বপন,নাজমুল, আলামিন, দুলু সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মশিউর রহমান, জনি,মাহমুদ সহ আরো অনেকে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ধাপেরহাট ইউনিয়ন শ্রমিক দলের সকল স্তরের নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি আঃ জলিল প্রধান ও সাধারণ সম্পাদক হেলাল মিয়া এবং আঃ মজিদ মন্ডল কে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্যের ধাপেরহাট ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিটির বাকি পদ গুলো পুরণ করে উপজেলা কমিটিতে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।