২৫ মার্চ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গন উন্নয়ন কেন্দ্র সমন্বয়ে ও আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট আয়োজনে ২৫ নভেম্বর বৃহস্পতিবার শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট সদস্য সাইফুল ইসলাম সাকা, সনাক গাইবান্ধার সভাপতি জহুরুল কাইয়ুম, দুর্বার নেটওয়ার্ক প্রতিনিধি সাজেদা আক্তার কল্পনা, নারী নেত্রী অঞ্জলি রানী দেবী, মানবাধিকার নারী সমাজ কর্মী আমেনা খাতুন, বিপুল দাস প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন দুর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ, মানবাধিকার নারী সমাজ, কর্মজীবী নারী গাইবান্ধা শাখা।
বক্তারা বলেন- নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে হবে। ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিডি গাইবান্ধা/