আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী শেখ শাহজামাল শাকিল এলাকার ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে কয়েক শতাধিক ভোটারকে নিয়ে তিনি এই মতবিনিময় সভা করেন।
ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নড়ে চড়ে বসেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। উপজেলা জুড়ে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা রঙ্গিন পোস্টার এবং ফেস্টুন দিয়ে বিভিন্ন এলাকায় ছেঁয়ে ফেলেছেন। যাদের মধ্যে ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী শেখ শাহজামাল শাকিল আছেন। তিনি সর্দারের চর ওয়ার্ডবাসীকে প্রার্থিতার বার্তা জানান দিতেই এলাকার কয়েক শতাধিক ভোটারকে নিয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ফুলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিসহ সাধারন জনগণ উস্থিত ছিলেন।
শেখ শাহজামাল শাকিল জানান, তার বাবা আজিজুর রহমান ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন। এলাকায় তার একটা সু—খ্যাতি আছে। তাছাড়া আমিও আমার এলাকায় বাজার, কিন্ডারগার্টেন সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার উন্নয়নের দিক বিবেচনা করে লোকজন যেভাবে সাড়া দিচ্ছে তাতে আগামী নির্বাচনে জয়ী হবো ইনশাল্লাহ।