বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের বাবা এএফএম আফজাল হোসেনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি এম.এ সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন, যুগ্ম—সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেকুর রহমান, উদাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আসাদুজ্জামান বাদশা, আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হাবিব, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জেনিস প্রমুখ।
এদিকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতা মাহমুদ হাসান রিপনের বাবার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন।